রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

শেরপুরে স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদকের মারপিটে আওয়ামীলীগ কর্মীর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৮৯ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- বগুড়ার শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হাইব্রীড নেতা সবুজ বাহিনীর মারপিটে হাত-পা ভাঙ্গা পড়ে আওয়ামীলীগ কর্মীর আব্দুল হালিম(২৬)। ওই আওয়ামীলীগ কর্মী গত ১৪ আগষ্ট বিকালে স্বেচ্চাসেবকলীগ নেতার মারপিটের শিকার হয়ে গুরুতর আহত হয়। গত ৩দিন ধরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে অবস্থায় মারা গেছে। মৃত আব্দুল হালিম উপজেলার গাড়িদহ মধ্যপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নে কোয়ালিটি ফিড কোম্পানী এলাকায় গাড়িদহ মধ্যপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন সবুজের নেতৃত্বে একই ইউনিয়নের রহমান নগর গ্রামের ফজলুল হকের ছেলে মুহায়মিনু, বাংড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে কাওছার ও গাড়িদহ মধ্যপাড়া গ্রামের মকবর আলীর ছেলে শাহিনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে কোয়ালিটি ফিড ও গাড়িদহ সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এক পর্যায়ে একই এলাকার হাফিজার রহমানের ছেলে আওয়ামীলীগ কর্মী আব্দুল হালিম তাদেরকে চাঁদা তুলতে নিষেধ করে।
এ ঘটনার প্রেক্ষিতে গত ১৪ আগস্ট শুক্রবার বিকেলে কোয়ালিটি ফিড কোম্পানি পাশে জামুন্না স্যানাপাড়া এলাকায় ওই আওয়ামীলীগ কর্মী আব্দুল হালিমকে একা পেয়ে ওই শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজের নেতৃত্বে বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে হালিমের ডান হাতের ৫টি আঙুল কেটে ও ডান পা ভেংগে ফেলে গাড়িদহ বাসষ্ট্যান্ড এলাকায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত হালিমকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। গত ৩দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট মঙ্গলবার সকালে ওই আওয়ামীলীগ কর্মী মারা যায়।
শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ বিগত ৩ বছর আগে ছাত্রদল থেকে অনুপ্রবেশ করে এলাকায় বিভিন্ন শিবির কর্মীদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তবে ওই সবুজ ইউনিয়নের বাসিন্দা হয়ে কিভাবে শহর স্বেচ্ছাসেবকলীগে সাংগঠনিক সম্পাদকে স্থান পায়। তাছাড়া ওইসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এ নিয়ে সচেতনমহলে নানা প্রশ্নের জন্ম দিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এলাকাটি শেরপুর থানার অর্ন্তভূক্ত নয় বলে তিনি দাবী করেন।
এ প্রসঙ্গে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন বলেন, বিষয়টি জানা নাই, তবে অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com