উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বাঙালি জাতির অবিসাংবাদিত নেতা, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সাড়ে ১১টায় বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো। এসময় পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সাহিত্য ও প্রচার সম্পাদক এজেড হীরা, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, নির্বাহী সদস্য ইউনুস আলী, পরিমল বসাক, নজরুল ইসলাম, সাংবাদিক শরিফ উদ্দিন সাকিদার, উত্তম সরকার, ইফতেখার আলম ফরহাদ, বিমান মৈত্র, আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও: নজরুল ইসলাম।
Leave a Reply