উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ৬ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা ঘাটপার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজুকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মাদ সোনম ওরফে রাজু (৩১) রণবীরবালা এলাকার জহুরুল ইসলাম মিলনের ছেলে।
এ বিষয়ে, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযান পরিচালনার সময় তার নিকট থেকে ৬ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং মাদক বিক্রির ১৬শ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply