শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

সংবাদপত্রই পারে সমাজের সব অসঙ্গতিগুলোকে তুলে ধরে সঠিক পথ দেখাতে-   মেয়র মোঃ আমজাদ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- সংবাদপত্রই পারে সমাজের সব অসঙ্গতিগুলোকে তুলে ধরে সঠিক পথ দেখাতে। তাইতো সংবাদপত্রকে  সমাজের দর্পন বলা হয় আর সে কাজই করে যাচ্ছে, বলিষ্ঠ দৈনিক আমাদের প্রতিদিন। খুবই আনন্দের বিষয় আজ ঐ দৈনিক পত্রিকার সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকী পালন করা হচ্ছে। পত্রিকাটি আগামীতে গণমানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি ব্যক্তিগতভাবে পত্রিকার সম্পাদককে চিনি-জানি তিনি একজন জাত সাংবাদিক, আগামীতে নিঃসন্দেহে ভালো করবেন। রোববার (১৩ নভেম্বর)  সন্ধ্যায় পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব-এ সাংবাদিক ও সুধী সমাজের উদ্দেশ্যে আমাদের প্রতিদিন সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকী উদযাপন  অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পার্বতীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন। আমাদের প্রতিদিন এর পার্বতীপুর  প্রতিনিধি মুসলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন, জাগো রংপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হারুন অর রশীদ, সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায়দিন এর পার্বতীপুর প্রতিনিধি এম এ আলম বাবলু, এমকে টেলিভিশনের চেয়ারম্যান ইফতেখার হাবিব, প্রতিদিনের সংবাদ এর আল মামুন মিলন, খবর পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল এস প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক যুগের আলোর পার্বতীপুর প্রতিনিধি মেনহাজুল ইসলাম। এছাড়াও পার্বতীপুরের সুধীসমাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বতীপুর টিভি রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক লিমন হায়দার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com