সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজলায় করোনা উপসর্গ নিয়ে সাপাহার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুকুর আলী নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শুকুর আলী উপজেলা সদরের গোডাউনপাড়ার মৃত দলিল উদ্দীনের ছেলে। করোনা উপসর্গ নিয়ে সে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীনাবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয় বলে বিষয়টি উপজেলা স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন এর সাথে কথা হলে তিনি বলেন যে, মৃত শুকুর আলীর এখানে তার করোনা টেষ্ট করানো হয়নি তবে মৃত্যুকালে তার শরীরে করোনার উপসর্গগুলি বিদ্যমান ছিল। সাপাহার উপজেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্য ৩০৩জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৮জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এখানে প্রতিদিন করোনা টেষ্টে পজেটিভ রোগীর শতকরা হার ১৫% বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
Leave a Reply