রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা পাশ হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পঠিত

খবর বিজ্ঞপ্তি
দীর্ঘ ৪০ বছরের অবহেলা ও বঞ্চনার শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর উন্নয়নে নীতিমালা পাশ হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান ও সাবেক শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো: শামসুল আলম, রংপুর জেলার সভাপতি মাও: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক টিআরএম সাহেবুল ইসলাম মজনু মন্ডল। এছাড়াও বিবৃতি দেন রংপুরের শিক্ষক নেতা মাও: আব্দুস সালাম, একরামুল হক, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম,রোশনা খাতুন, মিজানুর রহমান, আব্দুল লতিব, উম্মে কুলসুম, মোখলেছুর রহমান, মমিন জিহাদী, ইউনুস ইমন, সালাউদ্দিন, নুর নাহার আক্তার, আনোয়ারুল হক, হায়দার আলী, সাইফুল ইসলাম, শাহাদৎ হোসেন, আলেফ উদ্দিন, মাহফুজ রহমান, মিঠু মিয়া, শাহজাহান মিয়া, মোকলেছার রহমান, আব্দুর রশিদ, ইউনুস, হায়দার আলী, আবুল কাশেম, খাদিজা বেগম সহ রংপুর জেলা ও আট উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
শিক্ষকবৃন্দ সংগঠনের রংপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষক নেতা প্রয়াত মাওলানা নুরুল আবছার দুলাল সহ প্রয়াত সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা-২০২৫ প্রণয়নের ফলে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নীতিমালার মাধ্যমে শিক্ষকরা উপকৃত হবেন এবং শিক্ষার্থীরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। শিক্ষকরা তাদের কর্মপরিবেশে আরও উৎসাহিত হবেন এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করতে সক্ষম হবেন। এই নীতিমালা প্রণয়নে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে, শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা ও কারিগরি বিভাগ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ ও এমপিও নীতিমালা-২০২৫ বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com