বজ্রকথা প্রতিবেদক।– সাম্প্রতিক সময়ে মুরগীর খামারগুলেতে ডিমের দাম হ্রাস পেলেও প্রচারণা না থাকায় ভোক্তা সাধারণ তার সুফল পাচ্ছে না।
অনুসন্ধানে জানা গেছে,গাইবান্ধ অঞ্চলের মুরগীর খামার গুলো হ্রাসকৃত মুল্যে মুরগীর ডিম সরবরাহ করছে। সুন্দরগঞ্জ অঞ্চলের খামারীরাও সেই পথ অনুস্মরণ করে বাজারে ডিম সরবরাহ অব্যাহত রেখেছেন কিন্তু খুচরা পর্যায়ে দোকানীরা নানা অজুহাতে বেশীদামে বিক্রী করছে ডিম।
গত সপ্তাহে গাইবান্ধার খামার গুলোতে প্রতিটি ডিমের মুল্য ছিল ৭ টাকা ২০ পয়সা, আড়তে ছিল ৭টাকা ৪০ পয়সা এবং খুচররা বিক্রী হয়েছে ৮ টাকা ৫০ পয়সা। সুন্দরগঞ্জ এলাকায় খামারে প্রটি ড়িম ছিল ৭ টাকা আড়তে ৮ টাকা খুচরা বিক্রী হয়েছে ৯ টাকা।
কিন্তু গত সপ্তাহে পীরগঞ্জ উপজেলা সদরের ব্যবসায়ীরা সুন্দরগঞ্জ থেকে ডিম এনে ১০টাকা ৬৬ পয়সা করে বিক্রী করেছেন বলে অভিযোগ রয়েছে।
৬ জুলাই ২৫খ্রিঃ রবিবার পীরগঞ্জ পৌর বাজারে ডিম ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান ডিমের দাম কমেছে। ব্যবসায়ী উজ্জল প্রধান জানান সুন্দরগঞ্জ আড়ত থেকে ৭ টাকা ৭০ পয়সা কিনে তারা ৯টাকায় বিক্রী করছেন। তাতে করে একট্রে ৩০টি ডিমের দাম এখন ২৭০টাকায় কিনতে পারছেন ভোক্তরা।
Leave a Reply