বিরামপুর (দিনাজপুর)থেকে মোঃ আবু সাঈদ।-দিনাজপুর জেলার বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাচালানী জয়দের মহন্ত (৪৩) নাম একজনকে বিরামপুর থানা পুলিশ আটক করেছে।
আটককৃত স্বর্ণ চোরাচালানী শ্রী জয়দের মহন্ত (৪৩) বগুড়া জেলার আদমদিঘী থানার চাপাপুর ইউনিয়নের কঞ্চনপুর গ্রামের গিবেন মহন্তের ছেলে।
জিডি সুত্রে জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার এসআই দুলু মিয়া, এসআই এরশাদ আলী, এএসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদী হাসান, কং/৭৩৯ মোন্নাফ শেখ, কং/১০৬৩ আসাদ সঙ্গীয় ফোর্স বিরামপুর থানার দক্ষিন ১নং মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিন মুকুন্দপুর বাজারে ওঁৎপেতে থাকেন। এসময় দক্ষিন মুকুন্দপুর বাজারের ভিতর দিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাওয়ার জন্য পায়ে হেটে অটোতে উঠার সময় শ্রী জয়দের মহন্ত (৪৩) নামে এক স্বর্ণ চোরাচালানীকে আটকের চেষ্টা করেন। এসময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। অত:পর শ্রী জয়দের মহন্ত (৪৩) শরীর তল্লাশি করে শরীরে বিশেষ ব্যবস্থায় ফিটিং অবস্থায় ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি আইড়’শত গ্রাম (১২৫০ গ্রাম) এবং আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লক্ষ ১৮ হাজার ১’শত ২৫ টাকা। এবিষয়ে বিরামপুর থানার এসআই দুলু মিয়া বাদী হয়ে একটি জিডি করেন। জিডি নং-৮৮৬, তাং ২০/০১/২০২৫ইং।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণ চোরাচালান আইনে জিডি হয়েছে এবং স্বর্ণ চোরাচালানী জয়দের মহন্ত (৪৩) কে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে দিনাজপুর আদলাতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply