রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।-রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ড যুবদলের কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মহানগর যুবদল।
এতে আহবায়ক মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম মুহিব ও সদস্য সচিব মো: ইনসান মিয়া। কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহবায়ক আবুল কাশিম সুমন, মো: হাসান, সজল মিয়া ও মো: মঞ্জু।
মঙ্গলবার ( ৬ মে) রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন স্বাক্ষরিত ৬ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।
এদিকে নবঘোষিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবগঠিত ৩২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম মুহিব বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের দায়িত্ব দেওয়ায় রংপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply