মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- আজ শুক্রবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বটতলী এলাকা থেকে পাথর বোঝায় ট্রাকের মধ্য থেকে ৭২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৫ জয়পুরহাট। এঘটনায় ট্রাকসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটককৃতরা জেলার কালাই উপজেলার মোলামগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫), মৃত ইন্দাজুল তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার (২২) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত মজের আলীর ছেলে মাহাবুব আলী (৩৫)।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা) বলেন, পাথর বোঝায় একটি ট্রাকের মধ্যে ফেন্সিডিল লুকায়ে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। গোপন সূত্রে খবর পেয়ে, ভোরে পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে উক্ত পাথর বোঝায় ট্রাকের মধ্য থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে ।
Leave a Reply