রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুর প্রাণী সম্পদ দপ্তরের ডা. রায়হান পেলেন কৃষি অ্যাওয়ার্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১৮৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড এসিআই দীপ্ত টেলিভিশন কৃষি অ্যাওয়ার্ড ২০২০ পেলেন বগুড়ার শেরপুরের প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মোঃ রায়হান-পিএএ।২ এপ্রিল শুক্রবার ঢাকাস্থ দীপ্ত টেলিভিশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড এসিআই দীপ্ত টেলিভিশন কৃষি অ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্ঠান হয়। মনোমুগ্ধকর ও জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট শ.ম.রেজাউল করিম এমপি, বরেণ্য শিল্পী এমপি মমতাজ বেগম, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, বিএডিসি’র চেয়ারম্যান ও কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক ড. অমিতাভ, এসি আই এগ্রো বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক এফএইচ আনসারি প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব , বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শিক্ষকবৃন্দসহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকগণ, সরকারি বেসরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস ও চিত্র নায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড এসিআই দীপ্ত টেলিভিশন কৃষি অ্যাওয়ার্ড ২০২০ গ্রহণ করেন বগুড়ার শেরপুরের স্বপ্ন ছোয়াঁর সিঁড়ি উদ্যোক্তা ও সমন্বয়ক শেরপুরের প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ রায়হান পিএএ। এর আগে ডা. মোঃ রায়হান ২০১৯ সালে ২৩ জুলাই ব্যক্তিগত শ্রেণিতে অবদান রাখায় মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর হাত থেকে জনপ্রশাসন পদক গ্রহন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com