সুলতান আহমেদ।- করোনা কালে অনেকের মতই অভাবগ্রস্ত কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছিল পীরগঞ্জের নাগরিক কমিটি। তারা ঈদুল আযহাকে সামনে রেখে আবার সহযোগিতার গাত বাড়িয়েছে। নাগরিক কমিটির সভাপতি কাজী লুমুম্বা লুমু জানিয়েছেন, এবার প্রতিবন্ধি, অন্ধ ও পঙ্গুদের হাতে ত্রাণ তুলে দেয়া হচ্ছে। তিনি জানান, জনপ্রতি ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, আধা লিটার তেল এবং একটি করে সাবান দেয়া হচ্ছে। জানা গেছে, ৪০০ মানুষকে নাগরিক কমিটি সহযোগিতা করবে।
Leave a Reply