নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনাসহ সাধারণ রোগীর স্বজনদের মাঝে দুপুরের রান্নাকৃত খাবার বিতরণ করেছে হাসপাতালের সামনে অবস্থিত নির্ভরযোগ্য ঔষধসেবা প্রতিষ্ঠান মেডিকেল ফার্মা।
১৪ জুলাই বুধবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা ও সাধারণ রোগীর স্বজনদের মাঝে রান্নাকৃত খাবার বিতরণ করেন মেডিকেল ফার্মার স্বত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। এসময় দুই শতাধিক রোগীর স্বজনদের হাতে এই রান্নাকৃত খাবার বিতরণ করেন তিনি।
মেডিকেল ফার্মার স্বত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সকল রোগী সরকারিভাবে খাবার পেয়ে থাকে। কিন্তু তাদের স্বজনদের বাড়ি অথবা হোটেল-রেস্তোরা থেকে খাবার এনে খেতে হয়। আবার অনেক গরীব রোগী আছেন, যাদের স্বজনদের সরকারি খাবার ভাগাভাগি করে খেতে হচ্ছে। শুধুমাত্র গরীব রোগীর স্বজনেরা দুপুরে এই কর্মসূচীর আওতায় রান্নাকৃত খাবার পাচ্ছেন। এই কর্মসূচী করোনা থাকাকালীন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply