শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৯৯ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।-দিনাজপুরের পার্বতীপুরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য ফ্লো-মিটারসহ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে পার্বতীপুর শহরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইয়ং স্টার ক্লাব প্রাঙ্গনে এই সিলিন্ডার হস্তারন্তর করা হয়।

ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন এর পক্ষ থেকে পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেনের হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ডু-নেশনের পক্ষে মাহাতাব লিটন। সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যুর কারণে অন্যসব কোভিড রোগীদের সু চিকিৎসার প্রয়োজনে এসব দেয়া হয়।

ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন বলেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীরা চিকিৎসার প্রয়োজনে বিনামূল্যে এ অক্সিজেন নিতে পারবে। তাই কোভিড-১৯ আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন পেতে তার সাথে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com