শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

ব্র্যাক দিনাজপুর সদর কোভিড-১৯ প্রতিরোধে ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৫৬ বার পঠিত

মোঃ নুর ইসলাম,দিনাজপুর।- ব্র্যাক দিনাজপুর সদর কোভিড-১৯ প্রতিরোধে সরকারের দেওয়া প্রজ্ঞাপন যথাযথভাবে অনুসরণ করে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় আর্থিক সুবিধাবঞ্চিত লক্ষিত সদস্যদের পাশে থেকে মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষনিক যোগাযোগ রেখে মহামারী সংকটময় সময়ে সদস্যদের জমানো সঞ্চয় চাহিদা মাফিক ডিজিটাল প্লাটফর্ম বিকাশের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এই করোনাময় সংকটে তাদের চাহিদা মাফিক সঞ্চয় প্রদান করে কিছুটা আর্থিক সংকট দূরীকরনের জন্য ব্র্যাক দিনাজপুর সদর এই কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও করোনা সংক্রম প্রতিরোধে সদর এলাকায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ১০ হাজার মাস্ক ও স্বাস্থ্য কর্মসূচীর আওতায় ১ লক্ষ ২৪ হাজার মাস্ক বিতরণ করা হয়।

দিনাজরপুর সদর উপজেলায় ১০টি ইউনিয়নের প্রতিটি গ্রামে এবং পৌরসভার ১২টি ওয়ার্ডের ১৫টি স্থানে কোভিড-১৯ প্রতিরোধের জন্য সরকারের সংগে ব্র্যাক যৌথভাবে কাজ করে চলেছে। এই কাজের অংশ হিসেবে ব্র্যাকের সকল কর্মী মাঠ পর্যায়ে জনসাধারনের গনসচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ, করোনা সংক্রমন প্রতিরোধে প্রচারণা পত্র বিতরণ,বিভিন্ন হাট বাজার, গনসমাগম স্থলে মাইকিং কার্যক্রম, বাড়ী বাড়ী গিয়ে স্বাস্থ্য কর্মীদের দ্বারা খোজ খবর নেওয়া, করোনার রোগীদের উপসর্গ সেম্পল সংগ্রহ করা, সরকারি হাসপাতালে ব্র্যাক টিবি কর্মসূচীর মাধ্যমে এন্টিজেন টেস্টে স্বাস্থ্য বিভাগকে সহায়তা করা, করোনায় আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান এবং শারিরীক দূরত্ব বজায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনার বিষয়ে সচেতনতা করা হয়।

সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, সদস্য নবীরন যার সদস্য নং ১১০/২০৯৮,তার জমাকৃত সঞ্চয়,আয়েশা সিদ্দিকা সদস্য নং ৪৫৪/২০২৫ জমাকৃত সঞ্চয় এবং সহিদা সদস্য নং ৬৭/২০৪৯ তাদের জমাকৃত সকল সঞ্চয় বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com