এস এ মন্ডল।- নানা ঘটনার ফ্যাক্টুরী পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়ন। এই ইউনিয়নে অতিতে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে মিল-মহাব্বত থাকলেও বর্তমান চেয়ারম্যান ছাদেকুজ্জামান বিএসসির সাথে ইউপি সদস্যদের সম্পর্ক যেন ওলের সাথে বাঘা তেতুল!
অভিযোগ উঠেছে, এ ইউনিয়নে চেয়ারম্যান সাহেবের একক কর্তৃত্ব নেতৃত্ব চলছে। অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় চেয়ারম্যান সাহেব তার মত কওে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন; সেখানে ইউপি সদস্যগণ ঠুটো জগন্নাথ! নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য জানিয়েছেন, চেয়ারম্যান সাহেবের নিকট কোন বিষয়ে আপত্তি জানালে তিনি অমামান করেন। এ কারনে সদস্য/ সদস্যাগণ ক্ষুব্ধ!
এদিকে ১৪ জুলাই বুধবার ১৩ নং রামনাথপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কক্ষে চেয়ারম্যানের ভাতিজা হিসেবে পরিচিত রাজারামপুর গ্রামের মৃত জলিলের পুত্র রেজাউল (৪৫) ও রবিউল(৪০) ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজার রহমানকে মারধর করেছে। অথচ ঘটনার সময় চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকলেও কোন প্রতিকার করেননি, ব্যবস্থা নেননি।এই ঘঁনার প্রেক্ষিতে ক্ষুব্ধ ইউপি সদস্যগণ ইউনিয়ন পরিষদের চারটি দরোজায় তালার উপর তালা লাগিয়েছেন। বিষয়টি মুখ রোচক আলোচনার জন্ম দিয়েছে।
বলাই বাহুল্য, চেয়ারম্যানের ভাতিজারা কেন, কি কারনে ইউপি সদস্যকে লাঞ্চিত করেছে বিষয়টি স্পষ্ট নয়। এ বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে ০১৬২০৫১৩৬৫১ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply