সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

সাপাহারে গোয়ালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন মাষ্টার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৬৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে চান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন (মাষ্টার)। তিনি উপজেলার চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আব্দুল মতিন মাষ্টার জানান, তিনি জন্মসূত্রে আওয়ামীলীগ পরিবারের সন্তান। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে রাজনীতিতে সক্রিয় হন। এরপর বিভিন্ন সময়ে দলীয় বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আ.লীগ সাপাহার উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে উপজেলার চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে সাপাহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসী জানান, স্থানীয় ভাবে আব্দুল মতিন একজন সর্বজন সমাদৃত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। সদা সর্বদা মানুষের পাশে থেকে সাধ্যানুযায়ী উপকার করার চেষ্টা করেন তিনি। সাধারণ মানুষের সুখ দুঃখ ও আনন্দের সময় পাশে থেকে নানাবিধ উপকার করেন আব্দুল মতিন।

তিনি বলেন, “আমাকে দলীয় মনোনয়ন দেয়া হলে আমি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে সরকার যেমন এগিয়ে চলেছেন ঠিক তেমনি ভাবে গোয়ালা ইউনিয়নকে একটি আদর্শ মডেল ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। এবিষয়ে স্থানীয় সংসদ ও মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির সু-দৃষ্টি কামনা করেন তিনি। দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগনের দোয়া, আর্শীবাদ ও সমর্থন চান উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাষ্টার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com