রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

আজ পবিত্র শাবে বরাত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৯১ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- আজ শুক্রবার হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত পবিত্র ‘শবেবরাত’। এই  রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের জন্য রহমতের বিশেষ দরজা খুলে দেন। আল্লাহ তায়ালা এ রাতে  বান্দাদের গুনাহ মাফ করে দেন। প্রিয় নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এই রাতটিকে গুরুত্ব পূর্ণ  হিসেবে বর্ণনা  করেছেন। তিনি নিজে এই রাতে জেগে ইবাদত করেছেন এবং রোজা রেখেছেন। তিনি  এই রাতের বিষয়ে তাগিদ দিয়েছেন ।তাই মুসলমানগণ এই রাতটিকে সৌভাগ্য রজনী হিসেবে পালন করে থাকেন।তাই ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগির মাধ্যমে মহিমান্বিত এ রাতটি অতিবাহিত করবেন।পবিত্র শাবে বরাতের রাতে বান্দার ভাগ্য নতুন করে লেখা হয়।আজ রাতে মসজিদে মসজিদে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকারের জন্য অধিকাংশ মসজিদ রাতব্যাপী খোলা থাকবে।পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com