সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

অতঃপর পীরগঞ্জে তেল চোর আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১০৮ বার পঠিত

পীরগঞ্জ( রংপুর) প্রতিনিধি।-ঢাকা- রংপুর মহাসড়কের পাশে ধাপেরহাট এলাকার “জিসান পেট্রোল পাম্পে” পার্কিংয়ে থাকা অবস্থায় একটি ট্রাকের তেলের ট্যাংক হইতে অপর একটি পিক-আপ ভ্যান নিয়ে তেল চুরির অভিযোগ ১ জনকে আটক করেছে পুলিশ।
গত রবিবার দিবাগত রাতে ২০০ লিটার তেল কয়েক মিনিটের মধ্যে চুরি করে চোর চক্র। সেসময় জিসান পাম্পে থাকা ডিউটিরত গার্ড ডিউস মিয়া বিষয়টি টের পেয়ে এলাকার লোকজনকে ডাকডাকি করলে চোরচক্র অবস্থা বেগতিক দেখে দ্রæতগতিতে পিক-আপ ভ্যানসহ পালাতে থাকে। তাৎক্ষণিক ভাবে মোটর সাইকেল যোগে পিক-আপটিকে ধাওয়া করলে পিকআপটিধাপেরহাট টু চতরা রোডে প্রবেশ করে চতরা টু খালাশপীরের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ধাওয়া করা মটরসাইকেলটি কাবিলপুর ইউনিয়ন এর লালদীঘি মেলা বাজারে আসলে পুলিশের গাড়ী দেখতে পায়।
ডিউটি অবস্থায় কর্তব্যরত পীরগঞ্জ থানার এস,আই ফিরোজ কবির কে বিষয়টি জানালে তিনি দ্রæতগতীতে গাড়ীটিকে ধাওয়া করেন এবং বিটিসি মোড়ে পীরগঞ্জ থানার হাইওয়েতে ডিউটিরত এএসআই সোহেলরানা ও ফোর্সের সহায়তায় গাড়ীটিকে আটক করতে সক্ষম হন।
গাড়ীতে থাকা তিন চোরের মধ্যে ২ জন পালিয়ে যায় এবং ১জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ চুরি যাওয়া তেল, যন্ত্রপাতি ও চুরির কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান আটক করেছে। পরে ট্রাক চালক সালাম মিয়া বাদী পীরগঞ্জ থানায় মামলা করেন। উল্লেখ্য, বেশকিছু দিন ধরে ওই এলাকায় একটি চক্র কৌশলে বিভিন্ন ট্রাক ও পিক-আপ থেকে তেল চুরি করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com