বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুরে নিম্নমানের স্যালাইনে বাজার সয়লাভ গাইবান্ধা-পলাশবাড়ী  সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ২ চালকসহ আহত ১২    ঘোড়াঘাট উপজেলায় সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে  দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ পীরগঞ্জের ধর্মদাসপুরে বাড়িতে হামলা মার ডাং এর ঘটনা থানায় অভিযোগ দায়ের নবাবগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত  দিনাজপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দিনাজপুরে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অগ্নিকান্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে- সংবাদ সম্মেলনে বক্তারা রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক একীভূতের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

যাদবপুর দরবার শরীফের কিছু কথা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

সুলতান আহমেদ সোন।-  ধর্মে যার মতি আছে, সেই ধার্মিক। পৃথিবীতে ধার্মিকের সংখাই বেশী। তাই বলা যায়,পত্যেক ব্যক্তিই ধার্মিক!যারা ধর্মের অনুসারী তাদেরকে সকলেই সন্মান করেন ও শ্রদ্ধা করেন।

ধর্ম পালন করলে মন শান্ত হয়, শান্তি মেলে অন্তরে। তাই শান্তি পেতে হলে ধর্মিককে পথ  প্রদর্শক  খুঁজতে হবে  ধরতে হবে, তাঁকে অনুস্মরণ করতে হবে। কে সেই পথ প্রদর্শক ? পীর মাশোয়েকগণ হলেন সেই পথ প্রদর্শক; যারা  মানুষকে  ধর্ম  পালনের সঠিক পথ দেখিয়ে থাকেন।

পীরগঞ্জ উপজেলার যাদপুর গ্রামে  একজন পথ প্রদর্শক বা পীর ছিলেন, তার নাম হযরত আব্দুল লতিফ মন্ডল  মোজাদেদী । তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন। কিন্তু তার দরবার শরীফ রয়েছে যাদবপুরে । সকলের জ্ঞাতার্থে    জানাচ্ছি  রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন ও বড় আলমপুর ইউনিয়নের মাঝামাঝি  কাছাকছি এই  যাদবপুর দরবার শরীফ  অবস্থিত। ১৯৭৪ সালে এই দরবার প্রতিষ্ঠা করেন অলীয়ে কামেল হযরত আব্দুল লতিফ মন্ডল পীর সাহেব কেবলা ।

এই সিলসিলার  হুজুর  পীর সাহেব একজন মহৎ মানুষ হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন। তিনি ২৯ মার্চ ২০০৫ সালে দেহ ত্যাগ করেছেন। হুজুরের মাজার যাদবপুর দরবার শরীফের সীমানার মধ্যেই অবস্থিত।

বর্তমানে খেলাফত পরিচালনা করছেন, পীর কেবলার অতি  স্নেহের  সু-সন্তান, আলহাজ্ব মোস্তাফিজুর  রহমান আল মোজাদেদী ।

বলে রাখছি, সারা বছর এই দরবারে লোকজন, ভক্ত সাধারন যাতায়াত করে থাকেন। তবে বিশেষ বিশেষ দিবস ও ধর্মীয়অনুষ্ঠানগুলোতে  ব্যাপক ভক্তজনের সমাবেশ ঘটে এখানে। এখানে যে সব দিবস পালন করা হয়ে থাকে, তা হলো ,পবিত্র আশুরা, ঈদে মিলাদুন্নী (সাঃ), শবে মেরাজ, শবে বারাত,শবে কদর, ১৭ সফর হুজুর এর ওফাত দিবস, পয়লা বৈশাখ ইলমে তরিকার ছবক শিক্ষা দিবস, বার্ষিক ওরছ মাহফিল। বার্ষিক ওয়াজ মাহফিল। এই সব দিবসে, দুর দুরান্ত থেকে প্রতি বছর শত শত মানুষ অংশ নেন। আপনিও আসতে পারেন।

খেলাফতের আলোকিত মানুষ,আলহাজ্ব মোস্তাফিজুর  রহমান আল মোজাদেদী , তার সান্যিদ্ধ আপনিও পেতে পারেন। এই দরবারে এলে  আপনার মনে শান্তি ফিরে আসবেই । দরবার শরীফ এর অনেক গুলো উন্নয়ন মূলক ভাবনা চলমান আছে। আপনি তাতেও শরীক হবার সুযোগ পাবেন।

দরবারের অন্যতম প্রধান খাদেম বঙ্গবন্ধু মেমোরিয়াল বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জনাব আব্দুল জলিল প্রধান বজ্রকথাকে  জানিয়েছেন, দরবারের পরিচালনায় হাফেজিয়া মাদ্রসা প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি ছুন্নতি মাদ্রসা প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গরিব মিসকিনদের জন্য ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। ধর্মীয় উচ্চ শিক্ষার জন্য শিক্ষা সহায়তা চালু আছে।মসজিদ, মক্তব, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সর্বত্র আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সন্মানিত খাদেম মহোদয় সকলকে দরবারে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com