বজ্রকথা প্রতিবেদক।– ১৮ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জেও পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১ ঘটিকার সময় পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাক পীরগঞ্জ উপজেলা শাখা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পীরগঞ্জ এর যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এদিনের কর্মসুচীতে ছিল, পরিচিতি, র্যালী, আলোচনা সভা, সফল প্রবাসীকে ফুল দিয়ে বরণ।
পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের আলেচানা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ,প্রকাশক ও প্রবাসবন্ধু ফোরাম এর সভাপতি কবি সুলতান আহমেদ সোনা, আরো বক্তব্য রাখেন ব্র্যাক কর্মকর্তা মোঃ জাকারিয়া ইসলাম, প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক জি এম সুলতান আলামিন, প্রশিক্ষক মোঃ মশিউর রহমান প্রমুখ।
বক্তাগণ অভিবাসী দিবসটির সূচনা, দিবসের গুরুত্ব,বিদেশ গমনের ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহন ও ভাষা শেখার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়ও দালালের মাধ্যমে ঝুকিপূর্ণ পথে বিদেশ না যাওয়ার পরামর্শ দেওয়া।ব্র্যাক কর্মকর্তা মোঃ জাকারিয়া ইসলাম বলেছেন ব্র্যাক ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের সহযোগীতা প্রদান করে থাকে। এ ছাড়াও বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে কোন পরামর্শের জন্য তিনি ব্র্যাক এর যোগাযোগ করার আহবান জানান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, বিদেশে দক্ষ শ্রমিকের গুরুত্ব ও বেতন বেশি। তারা বলেন একজন ব্যক্তি মাত্র ৩ মাস প্রশিক্ষণ নিলে দক্ষ হয়ে উঠবেন। তারা আরো বলেন, ১৮ থেকে ৩৬ বছরের যে কেউ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহন করতে পারবেন।তারা বলেন পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৫টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
Leave a Reply