সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

রংপুরে দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে উৎসবমূখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার  সকাল ১১টায় এ উপলক্ষে রংপুর রিপোর্টস ক্লাবে ইত্তেফাকে কর্মরত স্থানীয় স্টাফ রিপোর্টারের উদ্যোগে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের প্রবীন সাংবাদিক লিয়াকত আলী বাদল। সুুধী সমাবেশে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকা আপোসহীন ভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশের সংবাদ পত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে। প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ইত্তেফাক প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। দেশের উন্নয়নের রাজনৈতিক, অথনীতিক, সামাজিক যে পথযাত্রা সে পথে সমানন্তরাল ভাবে ইত্তেফাক ৭২ বছর ধরে নিজেদের যাত্রা অব্যহত রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানি, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের  সভাপতি মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, সাংবাদিক জালাল উদ্দিন, মেসবাউল  হিমেল, লাবনী ইয়াসমিন,  রকি হাসান,আরিফুল হাসান, আলমগীর হোসেন ,শাহিন সরকার সাবু, সহ  পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগত অতিথিদের অভ্যর্থনা জানান দৈনিক ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী ও ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com