সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ- রংপুরের ডিসি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন আমরা দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী সবাই সমান। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে তা দেশ ও জনগণের জন্য সঠিকভাবে পালন করতে হবে। আমাদেও ছেলে-মেয়েদের শিক্ষিত সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে ওরা আগামীতে দেশের হাল ধরতে পারে। অসামাজিক কার্যকলাপ বন্ধ, মদ, জুয়া, মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে কঠোর অবস্থানে  থাকতে হবে। বর্তমান আমাদের একটি সুন্দর সমাজ দেশ গঠনে সহায়ক ভ‚মিকা পালন করতে হবে।
গত বুধবার রাতে রংপুর টাউন হলে বাংলাদেশ সরকারী গাড়ি চালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ বাক্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। গাড়ি চালকদের গাড়ি চালার সময় সতর্ক ভাবে চালানোর পরামর্শ দেন। আগামীতে যারা উ”চ শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে এ পেশায় আনা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আকবর আলী, ব্যবসায়ী ও সমাজ সেবক ওয়াসিম বারী রাজ, সমাজ সেবক তানবীর হোসেন আশরাফী, শুভে”ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল আউয়াল। অনষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com