বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত রংপুরে আবাসনখাতে সরকারের প্রায় হাজারকোটি টাকার রাজস্ব ফাঁকি  ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ওভারব্রিজের দাবীতে পীরগঞ্জে মহাসড়ক অবরোধ  জুলাই-আগস্ট বিপ্লবে হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: স্নিগ্ধ রংপুরে আইজিএস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত   ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার, আটক-৪ পানির ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু পীরগঞ্জে বিএডিসি’র গভীর নলকূপ গোপনে বিক্রির অভিযোগ 

রংপুরে আগামীকাল শনিবার বিভাগীয় সাংবাদিক সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।-আগামীকাল ১১ জানুয়ারী  শনিবার  সকাল ১১ টায় রংপুর টাউন হলে বিভাগীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থান শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার, সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল নিবর্তনমূলক আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, আর্থিক নিরাপত্বা, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে  এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংগঠন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। এতে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার সাংবাদিকদের উপস্থিত থাকবেন।

সমাবেশের উদ্বোধন করবেন, ২৪ এর জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র গর্বিত মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। প্রধান বক্তা থাকবেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্যদ সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার মোঃ আবু সাইম। সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় ও বিভাগীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক ও সঞ্চালনা করবেন আরপিইউজে সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।
সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, দৈনিক আমার দেশ ও এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একটি সফল বিভাগীয় সাংবাদিক সমাবেশ আয়োজনের। আশা করছি স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে। বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে সাংবাদিক সহকর্মীদের আমন্ত্রন জানিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এরই মধ্যে আমরা বিপুল সাড়া পাচ্ছি। আমাদের অধিকার আদায়ের আয়োজন একটি ব্যতিক্রমী মাইলফল হিসেবে কাজ করবে।
সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাংলাদেশ সংবাদ সংস্থার রিপোর্টার ও নিউজ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন। আমাদের অধিকার আদায়ের এই সমাবেশকে ঘিরে সহকর্মীদের যে সাড়া তাতে আমরা অনুপ্র্রাণিত। আমাদের আশা রংপুর বিভাগ থেকে ৫ শতাধিক সাংবাদিক সহকর্মী সমাবেশে অংশ নিবেন।

সমাবেশ উপলক্ষে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান জানান, সাংবাদিক দম্পতি সাগররুণি হত্যাকান্ডের বিষয়ে শতাধিকবার তদন্ত রিপোর্ট দেয়ার সময় পার করা হয়েছে। এটি বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার সব থেকে বড় দলিল। আমরা সাগর রুনি, জুলাই বিপ্লবে শহীদ ৫ জনসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দেখতে চাই। ভোটার হতে হলে এখনও পেশা হিসেবে সাংবাদিক পরিচয়ের কোন সুযোগ নেই। এটাকে আমরা তামাশা মনে করি। শতশত গণমাধ্যম অনুমোদন দেয়া হলেও ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই। সাংবাদিকদের সুরক্ষার জন্য কোন আইন নেই। উপরন্ত সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন নিবর্তমূলক আইন করে সাংবাদিকদের বলার ও লেখার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। আমরা সেকারণেই রংপুর বিভাগের সাংবাদিকরা একত্রিত হয়ে আমাদের অধিকার, সুরক্ষা নিরাপত্তা সর্বোপরি হামলা মামলা, বন্ধ এবং হত্যাকান্ডের বিচারের দাবি সরকারের কাছে জানাতে চাই। সেকারণেই আমাদের এই উদ্যোগ। আমরা প্রস্তুতি সম্পর্ন করেছি। আমরা সবাই একত্রিত হয়ে আমাদের কথা বলতে চাই। আমরা সমাবেশ থেকে সুপারিশমালা সরকারের এবং গণমাধ্যম সংস্কার কমিশনে সেগুলো প্রস্তাব আকারে তুলে ধরতে চাই।
সমাবেশের বিষয়ে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, সাংবাদিকদের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সব প্রকার প্রচারণা শেষ পর্যায়ে। পোস্টার, লিফলেট, ব্যানার লাগানো হয়েছে। এখন নগরীতে মাইকিং চলছে। সাংবাদিকরা আয়োজনের দিন পর্যন্ত অপেক্ষায় আছেন। নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকরা সোচ্চার হয়েছে। আশা করছি একটি সফল বিভাগীয় সমাবেশ রংপুরে অনুষ্ঠিত হবে। যা দেশের সব সাংবাদিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com