রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

রংপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক আলোচনা  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর জাতীয়তাবাদী তরুন সচেতন সমাজের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর রোকেয়া কলেজ রোডস্থ সিক্স সিজন কনভেনশন সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সাফায়াত হোসেন সৌরভের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির জেলা আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, আখতারুল ইসলাম, গবেষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাশেদুল হক সরকার, কোকো ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য, মাহমুদুন নবী পলাশ, পীরগাছা উপজেলা বিএনপি, রংপুর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক সালেকুজ্জামান সালেক, বীর মুক্তিযোদ্ধা আজাদ, অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আ.লীগের সময়ে একই জাতিকে বিভিন্ন খন্ডে ভাগ করে দেশ শাসন করেছে। একটি দেশে খন্ড খন্ড দলে তৈরি করেছে। কিন্তু জাতীয়তাবাদী দল এক জাতিতে বিশ্বাসী। এখানে উপজাতি, নারী, শ্রমিক, মজুরকে এককাতারে নিয়ে এক অভেদ জাতি নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ মেরামতের নির্দেশনা দেয়া হয়েছে। একটা দেশের টেকসই উন্নয়ন, দেশের মেরামতে ঐক্যবদ্ধ সম্মিলিত কাজ করার রুপরেখা নেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নেতাকর্মীকে জানতে হবে। তাকে অন্তরে ধারণ করতে হবে। জিয়াউর রহমান কাউকে গালি দেয়নি। কেবল কাজের কথা বলেছেন। উন্নয়নের কথা বলা হয়েছে, নির্মাণের কথা বলেছেন। ফ্যাসিস্টরা আবার হানা দিতে আসবে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিহত করার জন্য।
মিজু বলেন, বাংলাদেশের এই মুহুর্তে সবথেকে জনপ্রিয় দল বিএনপি। ৩১ দফা এমন একটি দফা যা পালন করলে  এদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করা যাবে। তাই এই ৩১ দফাকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে তুলে ধরতে হবে।
শহীদ আবু সাঈদের কথা তুলে ধরে বক্তারা বলেন, আবু সাঈদ এই দেশকে লালন করতেন, তাই স্বৈরাচার শাসকগোষ্ঠীর ভয়াবহ স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, দোসরদের বিরুদ্ধে জীবন দিয়েছেন। আবু সাঈদের স্বপ্নকে নষ্ট করে দেয়া যাবে না। রংপুর সব থেকে নিপীড়িত ও অবহেলিত জেলা। এর উন্নয়ন বয়ে নিয়ে আসতে হবে। আমাকে হাজার কোটি টাকার মালিক হতে হবে এই মন মানসিকতার নেতৃত্ব আমরা চাইনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com