পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে সাওতাল পল্লী বিরাহিমপুর গারো পাড়াকে মাদকমুক্ত করতে নৃ-গোষ্ঠির নেতাদের সাথে পুলিশ মতবিনিময় সভা করেছে।
গত ১৭ জানুয়ারী/২৫খ্রি: শুক্রবার রাতেপীরগঞ্জ থানার ওসির কক্ষে ওই সভায় ওসি এম এফারুক সভাপতিত্ব করেন। এ সময় আদিবাসী নেতা সোমকিস্কু পারগানা, সিবান টুডু মাঝি, রাস্কা হাসদা, আমিন হাসদা, সরকার টুডু, ছুতার হেমরম, কবিরাজ টুডু, সাংবাদিক আব্দুল করিম সরকার, সাবেক ইউপি সদস্য আমিনুলইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও সভায় সুশীল সমাজের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইতিপূর্বে মাদকমুক্ত বা মাদক নির্মুলে পুলিশের সাথে নৃ-গোষ্ঠির কোন মতবিনিময় হয়নি। এবারে এই মতবিনিময় হওয়ায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয়রাই বিভিন্ন দিক তুলে ধরবেন। সেই সাথে মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে আমরা আমাদের আগামী প্রজন্মকে সুষ্ঠুভাবে গড়ে তুলবো।
ওসি বলেন, অধিকাংশ আদিবাসী পল্লীতে মাদক তৈরি হয় বলে আমরা জেনে আসছি। তাই মাদকমুক্ত সমাজ গড়তেপুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়েছি।
উল্লেখ্য, উপজেলার নৃ-গোষ্ঠি পল্লীগুলো থেকে দীর্ঘদিন ধরে তৈরী চোলাই মদ তৈরী, বিক্রি ও বাজারজাত করা হয়ে থাকে। মাদক সেবিদের হৈ-হুল্লোড় আর্তচিৎকার চেচামেচিতে সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছে। এ নিয়ে সচেতন মহল প্রতিবাদও করে আসছেন কিন্তু ফলাফল শুন্য।
Leave a Reply