পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বাদ মাগরিব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওসমানপুর খিয়ারপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চেšধুরী পলাশ, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ মন্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুর রহমান দুদু, আব্দুল করিম সরকার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, রংপুর জেলা ছাত্র দলের সদস্য মেহেবুব হাসান বাধন, পৌর বিএনপি নেতা সাগর, বাবুল, আব্দুস সোবহান, যুব নেতা উমর ফারুক, ছাত্র নেতা জেমিন মন্ডলসহ আরও অনেকে। দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও জিয়া পরিবারসহ জুলাই-আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যত্থানে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply