রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর মহানগরীসহ জেলায় জোরপূর্বক প্রি-পেইড মিটার লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ গ্রাহকরা।
তাদের দাবি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সীমাহীন লুটপাটের প্রকল্প এই প্রি-পেইড মিটার স্থাপন। এতে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অবিলম্বে আগামী ৭ ফেব্রæয়ারির মধ্যে যদি প্রি-পেইড প্রকল্প বাতিল করে প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে ৯ ফেব্রুয়ারি রংপুর শহরকে অবরোধের মাধ্যমে অচল করে দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জনদূর্ভোগ সৃষ্টিকারী, অপ্রয়োজনীয় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প “প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণসমাবেশ থেকে বক্তারা এমন হুশিয়ারি দিয়েছেন।
বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর কমিটির আহŸায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় উক্ত গণসমাবেশে বক্তব্য রাখেন, উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম আহŸায়ক খুরশীদ আলম মুন্না, লিখন চৌধুরী, বিদ্যুৎ গ্রাহক আব্দুল জব্বার, আবেদা বেগম, মনিরুল ইসলাম মিন্টু ও দিপু মিয়া প্রমুখ।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ‘ভাই-বন্ধু’ চক্রকে ১৫ লক্ষ মিটার সরবরাহের কাজ পাইয়ে দেয়ার ষড়যন্ত্র করছে নেসকোর কিছু অসাধু কর্মকর্তা। তাই প্রয়োজন না থাকলেও সেইসব মিটার তারা ছলেবলে জনগণের ঘাড়ে চাপাতে চায়। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে প্রি-পেইড মিটারে বিদ্যুতের বিল পূর্বের ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুন হারে পরিশোধ করতে হচ্ছে। নেসকোর কর্মকর্তারা ফ্যাসিস্ট সরকারের লুটপাটের সহযোগী কোম্পানিগুলোকে কাজ দেয়ার জন্য দরপত্রে এমনভাবে শর্ত দিয়েছে, যাতে এই কোম্পানিগুলোই কাজ পায়।
বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধি,ন তুন করে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিতে মানুষ সংসার চালাতে যখন হিমশিম খাচ্ছে তখন এই অপ্রয়োজনীয় প্রি-পেইড মিটারের ব্যয়ের বোঝা আমাদের কষ্টকে আরও তীব্র করে তুলবে। অবিলম্বে এটি বাতিল করতে হবে।
Leave a Reply