সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

পীরগঞ্জে ছাগলকান্ড থেকে অর্থকান্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ছিনতাইয়ের মামলা হয়েছে।

ওই মামলায় একজন আসামী গ্রেফতারও হয়েছে। উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাদী এবং আসামীদের পরিবার মুখোমুখি অবস্থানে রয়েছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামে ঝর্ণা বেগমের এক মাস বয়সী ছাগলের বাচ্চা গত শনিবার বিকেলে প্রতিবেশী মোত্তালিব গাছুর জমিতে রোপন করা নেপিয়ার ঘাস খেতে গেলে উভয় পক্ষে বাকবিতন্ডা বাঁধে। ওইদিন রাত ৮ টার দিকে ঝর্ণা বেগমের বড় ছেলে আশিকুজ্জামান (২৪) ৩০ হাজার ৫’শ টাকা বিকাশে পাঠানোর জন্য বাড়ী থেকে বের হন। বিকেলে ছাগলের ঘাস খাওয়াকে ঘটনাকে কেন্দ্র করে মোত্তালিব গাচুর ছেলে মাহমুদুল হাসান জাস্টিজ (২৭), মাহবুব মিয়ার ছেলে আবু সুফিয়ান শিমুল (২০) এবং মৃতঃ কলু গাছুর ছেলে মোত্তালিব গাছু (৫৮) সহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে অতর্কিতভাবে হামলা এবং মারপিট করে আশিকুজ্জামানের কাছ থেকে টাকা গুলো ছিনিয়ে নেয়। এ সময় তার আত্মচিৎকারে তার মা ঝর্ণা বেগম এবং ছোট ভাই নাহিদ খন্দকার এগিয়ে আসলে তাদেরকেও বেদম পিটিয়ে ফেলে-রেখে ওই ব্যক্তিরা  চলে যায়। ওই ঘটনায় গত ১৭ জানুয়ারী ঝর্ণা বেগম বাদী হয়ে উল্লেখিত ৩ জনকে এজাহার নামীয়সহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেন। মামলায় ২নং অভিযুক্ত আবু সুফিয়ান শিমুল গ্রেফতার হলে অপরাপর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তারা যেকোনো সময় বাদীর পরিবারের ক্ষতি সাধন করতে পারে বলে বাদী ঝর্ণা বেগম জানিয়েছেন।

ভুক্তভোগী ঝর্ণা বেগম আরোও জানিয়েছেন, মাহবুব ও তার পরিবার জামায়াতের নেতা হওয়ায় তার বিরুদ্ধে মামলা করায়, মামলা তুলে না নিলে আমাকে ও পরিবারকে হত্যা করবে বলে হুমকি ধামকি দিয়ে আসছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান, ১ জনকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com