রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে বিএডিসি’র গভীর নলকূপ গোপনে বিক্রির অভিযোগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের তাতার পুর মৌজায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র আওতায় স্থাপিত গভীর নলকূপটি গোপনে স্থানীয় প্রভাবশালীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে সেচ পরিচালনাকারী দায়িত্বে থাকা ম্যানেজারসহ সদস্যদের বিরুদ্ধে । অভিযোগে জানা যায় ওই সেচের আওতাভুক্ত কৃষকরা  দীর্ঘদিন ধরে ওই গভীর নলকূপ থেকে জমিতে পানি সেচ দিয়ে আসিতেছিল । তবে প্রত্যেক মৌসুমে ধান চাষাবাদে গভীর নলকূপটি থেকে  ধান চাষীরা পর্যাপ্ত পানি সেচ দিতে না পারার কারণে ধানের ফলন হয় না।  এতে প্রত্যেক মৌসুমে সাধারণ কৃষকরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয় । গভীর নলকূপটি বর্তমান পরিচালনাকারী কমিটিগণ দীর্ঘদিন ধরে নিজেদের ইচ্ছে মতো খামখেয়ালি করে পরিচালনা করে আসছেন । এতে সাধারণ কৃষকরা কাঙ্খিত সেচ থেকে বঞ্চিত হয়েছেন । কৃষকরা জমিতে সময় মতো সেচ দিতে না পারায় বছরের পর বছর ফসলের ক্ষতি সাধন হচ্ছে । বছরের পর বছর ধরে গভীর নলকূপটি স্থাপনের পর থেকেই পরিচালনা করে আসছিলেন শিমুলবাড়ী গ্রামের হিরু মিয়া, খোরশেদ আলম জুয়েল, মৃত মোস্তাফিজার রহমান, মৃত জেনারুল ইসলাম এরা সকলেই আপন চার ভাই  ও বোন জামাই তৈয়ব আলী এই ৫ জন মিলেই পরিচালনা করে আসছেন ।  ওই কমিটিটি পুরোটাই একটি পরিবারের সেখানে অন্যান্য কোনো কৃষককে পরিচালনা কমিটিতে রাখা হয়নি । ৫জন কমিটির মধ্যে ২ সদস্য আপন দুই ভাই মোস্তাফিজার ও জিনারুল আজ থেকে ৫ -৭ বছর পূর্বে মারা গেছেন । সেই থেকে আপন দুই ভাই ও বোন জামাইকে নিয়ে বছরের পর বছর ধরে নিজেদের সম্পত্তি মনে করে পরিচালনা করে আসছেন ।
কৃষক আমিনুল ইসলাম, আহাদ আলী, সিরাজুল ইসলাম, রহিম মিয়া, রন্জু মিয়া অভিযোগ করে বলেন, বছরের পর বছর একই কমিটি দিয়ে পরিচালনা করা হচ্ছে নলকূপটি ।সেচ পরিচালনা  কমিটিতে ওই সেচের আওতায় সাধারণ কোনো কৃষককেই সদস্য করা হয়নি। সদস্য করা হয়েছে আপন চার ভাই ও বোন জামাইসহ ৫জনকে ।
অপর কৃষকরা জাকির হোসেন,ইসমাইল, রাজা মিয়া, আব্দুর রশিদ, সায়েদ বলেন, সরকারী সম্পত্তি  গভীর নলকূপের ম্যানেজারসহ অন্যান্য সদস্যরা মিলে মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় কয়েকজনের  কাছে বিক্রি করে দিছেন তারা । অনেকের মুখে মুখে শোনা গেছে গভীর নলকূপটি প্রায় ৭ লাখ টাকায় বিক্রি করা হয়েছে ।
সরকারি জিনিস কিভাবে বিক্রি করে তারা আর এটা কিভাবে সম্ভব।  নলকূপের পরিচালনা কমিটি ও ম্যানেজার বাতিল চাই আমরা, বাতিল করে নতুন কমিটি গঠন করা হোক এমনটাই দাবী সকল কৃষকের ।  আগামী সেচ মৌসুমে জমিতে সঠিক সেচ দেয়া নিয়ে আমরা শংকিত কৃষকরা ।  এতে করে আমরা সাধারণ কৃষকরা চরম হতাশা ও শংকায় রয়েছি।
তবে এ বিষয়ে ওই সেচের আওতাভুক্ত সকল কৃষকদের দাবী পূর্বের কমিটি বাতিল করে সকল কৃষকদের মতামতের ভিত্তিতে গভীর নলকূপটি পরিচালনায় নতুন কমিটি গঠনসহ সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী সকল কৃষকের। সকল কৃষকের মতামতের ভিত্তিতে একটি পরিচালনা কমিটি গঠিত হলে গভীর নলকূপটির আওতায় সকল কৃষকরাই তাদের কাংখিত সেচ দিয়ে ভালো ফসল ঘরে তুলতে পারবেন । এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সর্বাত্নক সহযোগিতা কামনা করছেন কৃষকরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা উপ-সহকারী (নির্মাণ) বিএডিসি কর্মকর্তা নাজমুস সাদাত বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি ওখানকার অনেক কৃষকেরা স্বাক্ষরিত একটি অভিযোগে উল্লেখ করেছেন, গভীর নলকূপটি গোপনে বিক্রি করেছে ও বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনেরও দাবী করেছেন তারা । তবে বর্তমানে যে একই পরিবারের সদস্যরা মিলে গভীর নলকূপটি পরিচালনা করছিলেন তা আমার জানা ছিলো না । তদন্ত করে তাদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এবিষয়ে জানতে চাইলে বিএডিসি রংপুর জোনের সহকারী প্রকৌশলী (সওকা)  সাইফুল ইসলাম বলেন , এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com