রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর নগরীর তাজহাট এলাকায় বিএনপির প্রয়াত সাবেক এমপি রহিম উদ্দিন ভরসার মালিকানাধীন ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিতহয়। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে দীর্ঘ ১১ঘণ্টা চেষ্টার পর বুধবার দুপুর সোয়া ২ টায় আগুননিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে বুধবার রাত ৩টার দিকে আগুন ধরে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। অগ্নিকাণ্ডে কোটি টাকার তামাকসহ অন্যান্য মালামাল পুরোপুরি ভস্মীভূত হয়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনোয়ারুল হকজানান, রাত তিনটার দিকে আগুন লাগার খবর পেয়েপ্রথমে ২টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে।কিন্তু আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনসহ এলাকায় ছড়িয়ে পড়লে পরে আরো ৩টি ইউনিটসহ ৫টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে
আনলেও আমরা মালিক পক্ষকে বলেছি গোডাউনে থাকাআনলেও আমরা মালিক পক্ষকে বলেছি গোডাউনে থাকা মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেবার ব্যবস্থা করতে।
তিনি বলেন, এখনো ভেতরে ধোয়া রয়েছে পুরোপুরি নিভাতে আরো সময় লাগবে। পানির সংকটের জন্য আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ভরসা গ্রুপের কর্মচারীরা জানান, রাত ৩ টার দিকে গোডাউনের ভেতরে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে তা ছড়িয়ে পড়ে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন ধরেছে বলে তারা দাবি করে।
Leave a Reply