পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মৌলানা কাজী ওয়াহিদুন সালামী (আলহাজ্ব) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
অধ্যাপক কাজী ওয়াহিদুন নবী সালামী সোমবার রাত ৮.৩৫ মিনিটে তাঁর নিজ বাড়ী পার্বতীপুর পৌর শহরের নতুন বাজারে বাধ্যক জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মরহুমের ১ম জানাজার নামাজ মঙ্গলবার বেলা ২ টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ২য় জানাজার নামাজ বৃত্তিপাড়া শেখের ডাঙ্গা কবরস্থান মাঠে অনুষ্ঠানের পর তাঁকে কবরস্থ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র-কণ্যা,আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র কাজী কাহাফুল ওয়ারা সালামী (লিখন) পার্বতীপুর টেকনিক্যাল ও এ্যাগ্রিকালচার কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
Leave a Reply