বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি পীরগঞ্জ পৌরসভায় ১৪মে টিসিবির পণ্য বিতরণ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি রংপুরে স্থানীয় যুবকদের নিয়ে দুর্যোগ প্রশমন বিষয়ক কর্মশালা 

পীরগঞ্জে চতরায়  জোড়া খুন মাকে হত্যার আগে মেয়েকেও হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে যাত্রাগানের শিল্পী ঝিনুক (৩৬) কে হত্যার দেড় মাস আগে তার ৫ বছরের শিশু কন্যা সাইমা’কেও হত্যার পর লাশ পুঁতে রাখে ঝিনুকের কথিত স্বামী আতিকুর রহমান (৩৫)। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সকালে পীরগঞ্জ থানার পুলিশ উপজেলার বড় বদনারপাড়া গ্রামে ঘাতকের বাড়ীর পিছন থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সময় পুলিশের রংপুর সি- সার্কেলের এএসপি আসিফা আফরোজ আদরী, ওসি এমএ ফারুক সহ হাজারে উৎসুক জনতা উপস্থিত ছিলেন। এর আগে ঝিনুকের দ্বি-খন্ডিত লাশ পুলিশ উদ্ধার করে। এদিকে মর্মাহত উত্তেজিত জনতা ঘাতক আতিকুরের বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে।
জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রেজাউল করিম তার স্ত্রী দেলোয়ারা বেগম ঝিনুক কে প্রায় দুই বছর আগে তালাক দেন। তারপর থেকেই ঝিনুক যাত্রাগানের ভাসমান শিল্পী হিসেবে জীবনযাপন করে আসছেন। সাথে তার ৫ বছরের শিশু কন্যা সাইমাও থাকতেন। এদিকে পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়ার জুয়াড়ী আতিকুর রহমান (৩৫) ঝিনুক কে মাঝে মাঝেই যাত্রাগানের শিল্পী হিসেবে ভাড়া করে আনতেন। পাশাপাশি তারা স্বামী-স্ত্রী হিসেবেও পরিচয় দিতেন। একপর্যায়ে শুক্রবার সকালে ঝিনুকের মাথা বিহীন লাশ পুলিশ উদ্ধার করে। এ সময় লাশের একটু দুর কাপড় ভর্তি একটি ব্যাগে (লাগেজ) মোবাইল নম্বর লেখা কাগজ, সীম উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সাহায্যে বড় বদনারপাড়ার আতিকুর রহমানের গতিবিধির উপর নজর রাখে পুলিশ। শনিবার সকালে আতিকুর বোরখা পড়ে পালানোর সময় পুলিশ তাকে কাবিলপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রাম থেকে গ্রেফতার করে। আতিকুরের দেয়া তথ্যেই শনিবার বিকেলে ঝিনুকের কেটে নেয়া মাথাটি করতোয়া নদীপাড়ের টোংরারদহ নামকস্থান থেকে উদ্ধার করা হয়। এ খবরটি প্রকাশ হলে ঝিনুকের সাবেক স্বামী রেজাউল করিম মোবাইলে পীরগঞ্জ থানার ওসিকে বলেন, তার মেয়ে সাইমা ঝিনুকের সাথে থাকতো, সে কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ ঘাতক আতিকুর কে জিজ্ঞাসাবাদ করলে সে তাকেও হত্যার কথা বলে। তার দেয়া তথ্যেই রোববার পুলিশ লাশটি উদ্ধার করে। মা ও মেয়েকে হত্যার ঘটনায় এসআই অনন্ত কুমার বর্মন বাদী হয়ে আতিকুর কে প্রধান আসামী করে হত্যা মামলা করেছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ওসি এমএ ফারুক বলেন, ঝিনুকের সাবেক স্বামী রেজাউল আমাদের কাছে তার শিশু কন্যা সাইমার খোঁজ জানতে চাইলে আমরা বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে শিশুটিরও লাশ পাই। দুটি হত্যাকান্ডের রহস্য ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে। এদিকে ময়নাতদন্তের পর স্বজনরা ঝিনুকের লাশ নিতে অস্বীকৃতি জানালে পুলিশের উদ্যোগে শনিবার রাতে রংপুর শহরের মুন্সিপাড়া সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঝিনুক নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা ফকিরপাড়ার রবিউল ইসলামের মেয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com