পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- পীরগঞ্জে টাকা-সম্পদ আত্মসাত করতে বিদেশ ফেরত বড় বোন খালেদা বেগম (৪০) কে পিটিয়েছে আপন ছোট ভাই আরিফুল ইসলাম (৩৫)।
মারাত্মক আহত অবস্থায় খালেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার রামপুরা গ্রামে ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত. আব্দুল কাইয়ুম মিয়ার বড় মেয়ে খালেদা বেগম তার স্বামী, একমাত্র ছেলেকে রেখে গৃহ-পরিচারিকার কাজ নিয়ে সৌদি আরবে যান। সেখানে দুই বছর থাকার পর ওমানে দুই বছর এরপর জর্ডানে দুই বছর থেকে লক্ষ লক্ষ টাকা তিনি দেশে তার মায়ের একাউন্টে পাঠান। খালেদার একমাত্র ছোট ভাই আরিফুল ইসলাম তার মা’র কাছে রক্ষিত পুরো টাকা ছলেবলে কৌশলে নিয়ে আত্মসাত করেন।
এদিকে কয়েকমাস আগে খালেদা দেশে এসে তিনি তার পাঠানো ভাইয়ের কাছে চাইলে আরিফুল ক্ষেপে উঠে। একপর্যায়ে খালেদার ক্রয়কৃত জমিতে নির্মিত ইটের বাড়ীটিও আরিফুলের নামে লিখে দিতে বলে। খালেদা এতে সম্মত না হলে বৃহষ্পতিবার সন্ধ্যায় তাকে আরিফুল, তার স্ত্রী আদুরি বেগম (৩০) বেদম লাঠিপেটা করে। আহত অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত খালেদা বেগম বলেন, স্বামী, সন্তান বাড়ীতে রেখে জীবনের সুখের সময় আমি বিদেশে খেটে প্রায় ১৫ লক্ষ টাকা পাঠিয়েছি। সেই পুরো টাকা ছোট ভাই আরিফুল আত্মসাত করেছে। সে এখন আমার বাড়িটিও লিখে চাচ্ছে। আমার এই দুর্দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। ওসি এমএ ফারুক বলেন, অভিযোগটি পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply