বজ্রকথা প্রতিবেদক।– দিনাজপুর জেলাধীন ঘোড়াঘাট উপজেলার সাহিত্য চর্চ্চার অন্যতম ক্ষেত্র “শব্দপ্রেমি সাহিত্য সংসদ”। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী কবি মোঃ আব্দুল হাদী।
তিনি দীর্ঘ সময় ধরে একজন লেখক, একজন সংগঠক হিসেবে সাহিত্য অঙ্গনে সক্রিয় আছেন। তিনি ভালো লেখেনও বটে। তারই প্রচেষ্টায় ঘোড়াঘাট উপজেলায় গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের সাথে শুধু ঘোড়াঘাট উপজেলার লেখক, কবি সাহিত্যিকগণেই যুক্ত নন, এখানে সম্পৃক্ত হয়েছেন দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা উপজেলার অনেক গুণী , লেখক, কবি, সাহিত্যিকগণ।এই প্রতিষ্ঠানটির ব্যানোরে প্রতিমাসে সাহিত্য আসর হয়ে থাকে। সংশ্লিষ্ঠ সকলেই সেখানে অংশ গ্রহন করেন।
গত ৭ মার্চ/২৫খ্রি: শুক্রবার বিকেলে ঘোড়াঘাট এলাকার আলোর দিশারী নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় প্রতিষ্ঠাতা সভাপতি কবি আব্দুল হাদীর সভাপতিত্বে ১৩ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক কবি ফিরোজ কবির এর সঞ্চলনায় অনুষ্ঠিত এই আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ বেতারের অন্যতম গীতিকার সুলতান আহমেদ সোনা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কবি কোহিনুর আকতার তুহিন, অধ্যাপক নাসরিন সুলতানা,শিক্ষক হাদীউর রহমান, মাসুদ রানা প্রমুখ। নাতে রাছুল পরিবেশন করেন কবি আহসানুল হাবীব।
স্বরচিত পাঠ করেন, কবি মোঃ এমদাদুল হক খান, কবি আবু নাসের তুহিন, কবি মোকছেদ আলী, কবি আব্দুল কাদের, মঞ্জিলা খাতুন, কবি আক্তারুজ্জামান সুলতান, জান্নাত মনি, আতিকা ইসলাম, আনোয়ার হোসেন, আয়শা সিদ্দিকা সরা, মোহনা সরকার মেধা, কুলছুম আক্তার, সানজিদা আক্তার । শেষে মোনাজাত ও ইফতারের মা্যেমে আসরের সম্িত ঘোষণা করা হয়।
Leave a Reply