সুলতান আহমেদ সোনা ( বজ্রকথা সংবাদপত্র)।– টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র; সংক্ষেপে টিটিসি। রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২০২২ সালে এই টিটিসি’র কার্যক্রম শুরু হয়েছে।
পীরগঞ্জ উপজেলা সদরের মকিমপুর মৌজায় রংপুর –ঢাকা মহাসড়কের পশ্চিমপার্শ্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পীরগঞ্জের বিপরিতে এই প্রতিষ্ঠানটির অবস্থান।
বর্তমানে এই প্রতিষ্ঠানে অধ্যক্ষের চেয়ারে আসীন রয়েছেন মো: মহিবুল ইসলাম (ভারপ্রাপ্ত)। এখানে ড্রাইভিং, ইলেক্ট্রিক, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন ও মোবাইল সার্ভিসিং, এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে।
পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি সরকারী প্রতিষ্ঠান। কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার উদ্দেশ্য মহৎ কিন্তু এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহিবুল ইসলাম পীরগঞ্জ টিটিসিকে তার নানা অপকর্মের কামধেনুতে পরিণত করেছেন। অভিযোগকারিদের মতে যে কামধেনুকে দোহন করে রস চুষে খাচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম সাহেব।
অধ্যক্ষ মহিবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ টিটিসিতে ১১/০৯/২০২৩ সালে যোগদানের পর থেকে যে সব অনিয়ম দুর্নীতির চাষ বাস করছেন তা লিখিতভাবে বজ্রকথাকে জানিয়েছে একটি পক্ষ। বজ্রকথা সংবাদপত্র প্রাপ্ত অভিযোগের বিষয়টি ধারাবাহিক ভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। (চলবে)
Leave a Reply