পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আনন্দঘন পরিবেশে বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।২৭ মার্চ বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির আহবায়ক মাহামুদুল নবী চৌধুরী পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক, জাকির হোসেন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। মিঠাপুকুর উপজেলা বিএনপি সদস্য সচিব, মোতারুল ইসলাম নিক্সন পাইকার, পীরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, যগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, এছাড়া জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাহামুদুল নবী চৌধুরী পলাশ সভাপতি বিনা প্রতিদ্বন্দিতায় মাধ্যমে অধ্যাপক জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা কমিটির আংশিক ঘোষণা করা হয়।
Leave a Reply