শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

বিরামপুরে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর তল্লাশি:জনমনে স্বস্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পঠিত

 বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ ।- দিনাজপুর জেলার  বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি অভিযান চালিয়েছে।

এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার ও যাত্রীবাহীবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা যায়। এতে জনমনে স্বস্তি দেখা যায়।

রবিবার (৬ই এপ্রিল) সকাল ১০ টার দিকে বিরামপুর পৌরশহরের ঢাকা মোড়স্থ তিন রাস্তার সংযোগ সড়কের ব্যস্ততম এলাকাতে বাংলাদেশ সেনাবাহিনীর ও থানা পুলিশকে সাথে নিয়ে বিশেষ এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন। রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা।

অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় পরিচালনা করা হোক। তাহলে সড়ক দুর্ঘটনায় সহ অন্যান্য অপরাধ কমে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ ততো শান্তিতে থাকতে পারবে। বিশেষ এই চেকপোস্টে দেখা যায়, দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশস্ত করছেন।

এছাড়াও মহাসড়কে বেপোরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্ক করার পাশাপাশি এই চেকপোস্টে গুরুত্ব দেওয়া হয়। মূলত অবৈধভাবে পার্কিং, হেলমেট, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়িতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

এবিষয়ে দিনাজপুর থেকে আগত ট্রাফিক সার্জেন্ট আব্দুল কালাম জানান  হেলমেট বিহীন ও কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইনে মামলা পূর্বক ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সেনাবাহিনীর কমান্ডার মেজর আরমান হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে  বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আগামী দিনগুলোতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনারোধে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী এমন কার্যক্রম চালু রাখবে। শুধু তাই নয়, অপরাধ দমনসহ যেনো চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবেন তাঁরা বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com