রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পঠিত
বিরামপুর দিনাজপুর প্রতিনিধি।- শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ  বিরামপুর থানায় আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
(১৯ এপ্রিল) শনিবার দিনাজপুর জেলার বিরামপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার এসপি মারফত  হুসাইন, বিষয়ে অতিথি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।
এসময় আরো উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, বিরামপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু উপজেলা আমির হাফিজুল ইসলাম, উপজেলা যুব দলের সদস্য সচিব এডভোকেট শিরণ আলম,   ইন্জিনিয়ার শাহিনুর ইসলাম সহ উপজেলা বিএনপির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি পুলিশ সুপার মারফত হুসাইন উপস্থিত সকলের কথা শোনার পর বলেন, আমি বর্তমান দিনাজপুর জেলার এসপি আমি প্রথমে আমার পুলিশকে ঠিক করেছি, এখন থেকে এলাকার মাদক সহ বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম থেকে এই জেলা কে দূর্নীতি ও মাদক মুক্ত করব ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com