বজ্রকথা প্রতিবেদক।- ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের সহযোগিতায় ২দিন ব্যাপী জেন্ডার ও যৌন সচেতনতার এসআরএইচআর ইস্যুতে প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরি ক্ষেত্রে হাতে কলমে দক্ষতা উন্নয়নের সাংবাদিকদের জন্য সক্ষমতা প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত শনিবার ও রবিবার ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত তরুণ গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য দুইদিন ব্যার্পী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে রংপুর ও লালমনিহাট জেলার ২০ জন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন। এসআরএইচআর সমস্যাগুলির উপর নিবন্ধ এবং বৈশিষ্ট্যগুলি বিষয়ে তরুণ সাংবাদিকদের সক্ষমতা প্রশিক্ষণে লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন অধিকার এখানে-এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মাধুরী সুত্রধর। ১ম দিন প্রশিক্ষণ প্রদান করেন মাকসুদ আলম, ২য় দিন প্রশিক্ষণ প্রদান করেন শাহনাজ শারমীন, কারিগরী সহযোগিতায় ছিলেন তিথি, সার্বিক তত্বাবধানে ছিলেন এখানে-এখনই প্রকল্পের জেলা যুব সংগঠক সোলায়মান মিয়া। ২দিন ব্যাপী প্রশিক্ষণে ৪টি দলে বিভক্ত করে যৌন সচেতনতার এসআরএইচআর ইস্যুতে বিভিন্ন ধরণের শব্দ চয়ন করে সংবাদ লিখনীর উপস্থাপন করা হয়।
Leave a Reply