পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস আয়োজনে , বৈষম্য নিরসনে কাব স্কাউটিং প্রতিপাদ্য সামনে রেখে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৪ ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে সাব ক্যাম্পে উপজেলার প্রাথমিক পর্যায়ের ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট তিনশত জন ছাত্র-ছাত্রীকে নিয়ে ৫ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরীর আয়োজন করে বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলার কর্মকর্তাবৃন্দ।
জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও স্কাউট শপথের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
কমিশনার,বাংলাদেশ স্কাউটস,পীরগঞ্জ উপজেলা আ,স,ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট এর সম্পাদক একেএম আমিনুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার,মোসলেম উদ্দিন শাহ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক, স্কাউট এর জেলা সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
Leave a Reply