পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুর পীরগঞ্জে ইটভাটার কালো বিষাক্ত ধোঁয়ায় ৮০ জন কৃষকের ৯ হেক্টর উঠতি বোরো ফসলের জমি পুড়ে গেছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজজামান সরকার। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়নের ৩০০ মিটার পর পর মোয়াজ্জেম হোসেন,ফারুক মন্ডল এবং আব্দুস সালামের ৩ টি ইটভাটা । আব্দুস সালামের ইটভাটা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে শিবপুর গ্রামের জোনাব আলীর পুত্র মাহবুব মিয়ার ৪৫ শতক,মিটার পাড়া গ্রামের মৃত সমেস উদ্দিনের পুত্র আঃ গফুর মিয়ার ৫৪ শতক, বাজে শিবপুর গ্রামের কোব্বাছ আলীর পুত্র বুলু মিয়ার ২৭ শতক, একই গ্রামের মজিবর রহমানের পুত্র রুবেল মিয়ার ৪৫ শতক, কাঞ্চনপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র সিয়াম মিয়ার ২১ শতক সহ প্রায় তিনটি গ্রামের প্রায় ৪০ জন কৃষকের ৩৬ বিঘা জমির আধা পাকা ধান ঝলসে গেছে ।
ভুক্তভোগী কৃষকেরা কৃষি অফিসে যোগাযোগ করলে, কৃষি অফিসার পরিদর্শন করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার এবং আশরাফুল আলমকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির নির্দেশ প্রদান করেন ।
এ বিষয়ে প্রশ্ন তোলা হলে ইটভাটা মালিক মোয়াজ্জেম হোসেন বিষয়টি এড়িয়ে যান । আরো জানা যায় ভুক্তভোগী কৃষকগণ ইটভাটা মালিকের নিকট ক্ষতিপূরণ চাইলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকী প্রদান করা হয়েছে ।
Leave a Reply