শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৯ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের ওপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা এজাজ মন্ডলকে (২৬) গ্রোপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এজাজ মন্ডল বিরামপুর উপজেলার বিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের ইদ্রিস আলী মন্ডল ছেলে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিষিদ্ধ সংগঠনের নেতা এজাজ মন্ডল বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com