ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী ।- দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১লা মে) উপজেলার রাণীগঞ্জ বাজারে সকাল ১০ টায় আলোচনা সভা করে ১২৮৯ নং রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন। পরে পৃথক ভাবে দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাণীগঞ্জবাজার র্যালী প্রদক্ষিণ করে । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়েনর চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সিংড়া ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, সিংড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহিনুর আলম, সাধারণ-সম্পাদক বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুল মিয়া এবং দপ্তর-সম্পাদক রুস্তম আলী সহ শ্রমিক নেতারা।
অপর দিকে ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নে রেজি নং রাজ-১৪২৫ এর আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ লা মে আন্তর্জাতিক শ্রমক দিবস পালিত করেছে। র্যালীটি সকাল ১১ টায় উপজেলার রানীগঞ্জ বাজার সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে রানীগঞ্জ সোনালী ব্যাংক মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিনের সভাপতি মো.শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. নেওয়াজ শরীফ সরকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন, সিংড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমানসহ অনেকে। ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply