রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

  গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৯ বার পঠিত
 রংপুর থেকে  সোহেল রশিদ ।-  তিস্তা নদী থেকে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রায় এক কিলোমিটার দূরে একটি জলাশয় ভরাট করা হচ্ছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করবে।
যা বর্ষা মৌসুমে উজানে অবস্থিত সকল বসতবাড়িসহ আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন উজানের বাসিন্দারা। ঘটনাটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের কাশিয়াবাড়ি জয়রামওঝা গ্রামে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জয়রামওঝা গ্রামের বাসিন্দারা জানান, জলাশয়টি ভরাট করা হলে পাকা রাস্তায় অবস্থিত রিং-কালভার্টের মুখটি বন্ধ হয়ে যাবে। যা পুরোপুরি বেআইনি কাজ। সে সাথে ভরাটের কাজটি করা হচ্ছে তিস্তা নদী থেকে শ্যালো মেশিন দিয়ে উত্তোলিত বালু দিয়ে। এটিও অবৈধ ও বেআইনি কাজ।
স্থানীয়রা আরো জানান, ওই গ্রামের মেহের উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৪) ৩টি শ্যালো মেশিন ভাড়া নিয়ে  ভরাটের কাজ অব্যাহত রেখেছে।
স্থানীয়রা জানান,  আমরা গ্রামের লোকজন বাধা দিলেও আতাউর আমাদের বাধা উপেক্ষা করে কাজ অব্যাহত রেখেছেন। তাই এলাকাবাসী তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কাল ভার্টের মুখ বন্ধ করার বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতাউর রহমান বলেন, কালভার্টের মুখ বন্ধ হলেও পানি বের হওয়ার বিকল্প ব্যবস্থা আমি করে দেব।
তিস্তা নদী থেকে বালুর উত্তোলন বিষয়ে শ্যালো মেশিনের মালিক একই গ্রামের ইমরান মিয়া (৩৫) জানান, ৩টি শ্যালো মেশিনই আমার। টাকার বিনিময়ে আমি বালু উত্তোলন করি।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, কালভার্টের মুখ ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করা ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারও এখতিয়ার নেই। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com