রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য এখন জেল হাজতে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।– রংপুর -২৪, পীরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল এখন জেল হাজতে।

১৯ জুন/২৫ খ্রি:  বৃহস্পতিবার দুদক এর দায়ের করা একটি মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থণা করলে, আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

জানা গেছে, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২ বারের সাবেক  সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আটটি ব্যাংক হিসাব ফ্রিজ, তার মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩ হাজার ১’শ ৩০ দশমিক ৭৩ শতাংশ জমি ও আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি  আদালত কর্তৃক ক্রোক করা হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল  হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় আদালতের নির্দেশে নূর মোহাম্মদ মন্ডলের সম্পদ এরআগে ক্রোক করা হয়েছে। সেই সাথে তার আটটি  ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আদালত।

তদন্তকারী কর্মকর্তা বলেছেন, পীরগঞ্জে অবস্থিত নূর মোহাম্মদ মন্ডলের  মালিকানাধীন ‘আনন্দনগর’ নামে   পিকনিক স্পর্ট কাম বিনোদন কেন্দ্র রয়েছে এবং তার নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনে মামলা রয়েছে; যার নম্বর ২৬/২০২। ইতোমধ্যে ওই পিকনিক স্পর্ট কাম বিনোদন কেন্দ্রটির রিসিভার হিসেবে পীরগঞ্জ থানার ওসিকে  নিয়োগ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com