রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

পীরগঞ্জে  নববধূ নিখোঁজ থানায় স্বামীর অভিযোগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্বর্ণালঙ্কার ও ব্যবহৃত মালামালসহ এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী  ফারুক মিয়া (২৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন বড় আলমপুর ইউনিয়নের ফতেপুর ফকিরাপাড়া গ্রামের ফারুক মিয়া ও মোছা. সুমাইয়া আক্তার (১৯)। এর আগে, ২০২৩ সালে সুমাইয়ার প্রথম বিয়ে হয়েছিল মোজাফফরপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে। ছয় মাস সংসার করার পর সেই বিয়ে বিচ্ছেদে রূপ নেয়।
দ্বিতীয় স্বামী ফারুক মিয়ার সঙ্গে বিয়ের সময় ৪ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়, যার মধ্যে নগদ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রীসহ এক লক্ষ ৮১ হাজার টাকার পরিমাণ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিয়ের সাত দিনের মাথায়, ঈদের পর বেড়ানোর কথা বলে সুমাইয়া বাবার বাড়ি পীরগঞ্জ উপজেলার পাঁচগাছীতে যান। সঙ্গে নিয়ে যান প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও ব্যক্তিগত মালামাল। কিন্তু ২০ জুন ফারুক মিয়া শ্বশুরবাড়ি গিয়ে জানতে পারেন, সুমাইয়া আগেই বাড়ি ছেড়ে কোথাও চলে গেছেন। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এমনকি তিনি ১৯ জুন সকালে বাড়ি ছাড়লেও, পরিবারের পক্ষ থেকে স্বামীপক্ষকে কিছু জানানো হয়নি।
অভিযোগে সুমাইয়ার বাবা মো. শফিকুল ইসলাম, মা মোছা. ফাহিমা বেগম ও ভাই মো. ফারুক মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দা . রুহুল আমিন ও মো. আনারুল ইসলামকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফারুক মিয়া। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান , অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে তবে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com