দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি মোঃ আশরাফুল আলম।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকহারে চুরির ঘটনা ঘটলে ফুলবাড়ী থানা ইনচার্জ অফিসার খন্দকার মহিবুল ইসলাম, বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়ায় উঠান বৈঠক এর মধ্য দিয়ে এলাকাবাসী কে সচেতন থাকার আহ্বান জানান। ডাঙ্গাপাড়া এলাকাবাসীরা রাত জেগে পাহারা দেওয়া শুরু করলে, গত সোমবার রাতে চোর চক্রের ১০সদস্যকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করেন পুলিশ। আটককৃতদের উপযুক্ত শাস্তি ও হারানো মালামাল ফিরে পেতে গত মঙ্গলবার দুপুরে এলাকাবাসী থানায় যায়। ফুলবাড়ী থানা ইনচার্জ অফিসার খন্দকার মহিবুল ইসলাম,
গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, চোর যত বড় শক্তিশালী গ্যাংয়ের হোক না কেন তারা কোনভাবে ছাড় পাবে না। এই বিষয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম(২২), রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাস্ত মিয়াপাড়ার মৃত সাদেক আলীর ছেলে শাহিন মিয়া(৩৬),ফুলবাড়ীর রাজারামপুর মৎস্যপাড়ার আব্দুর রউফের ছেলে সামিউল ইসলাম(২৯),রাজারামপুর দক্ষিণ পাড়ার দেলোয়ার হোসেনের স্ত্রী ছবির বেগম(৪০),শুকুর শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫),নাসিম আলীর স্ত্রী সালমা খাতুন সুম্মা (৩০),আফাজ উদ্দিনের ছেলে নাসিম আলী(৩৫) ও রাজারামপুর ডাঙ্গাপাড়ার আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান(৩২)মামলা কৃত চোর সদস্যদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Leave a Reply