পীরগঞ্জ, রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতীবান্ধা জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। ইসলামের শান্তির বার্তা ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি একটি আদর্শ সমাজ গঠনের কেন্দ্রবিন্দু।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুননবী চৌধুরী পলাশ। তিনি বলেন, “আমাদের প্রত্যেককে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা বিএনপি
মোস্তাফিজুর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বিটু, সাংগঠনিক সম্পাদকসাইফুল আজাদ মন্ডল, সভাপতি, পীরগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল করিম সরকার
ইউনিয়ন বিএনপি সভাপতি আনারুল ইসলাম বিটু, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিয়া উপজেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ফিরোজ মিয়া ও স্থানীয় মুসল্লিগণ।
শেষে মসজিদের পাশে অবস্থিত ঈদগাহ মাঠের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি জনাব মোঃ সাইফুল ইসলাম। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply