পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পানবাজার শের-ই বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “জুলাই স্মৃতি একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং”–এর ফাইনাল খেলা ২৪ আগষ্ট এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন প্রধান অতিথি সাইফুল ইসলাম, আহবায়ক, রংপুর জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি, পীরগঞ্জ উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহামুদুননবী চৌধুরী পলাশ, সদস্য, রংপুর জেলা বিএনপি এবং সভাপতি, পীরগঞ্জ উপজেলা বিএনপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি সমাজের যুবকদের সঠিক পথে পরিচালিত করে, মনকে প্রশান্তি দেয় এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।”
ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে উপস্থিত ছিলেন কয়েক হাজার উৎসাহী দর্শক। সবার মুখে ছিল উত্তেজনা ও উচ্ছ্বাস। খেলাটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট।
খেলার আয়োজক ক্লাব ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিথিরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও ক্রীড়ামনস্ক সমাজ গড়ে উঠবে।
Leave a Reply